'আমি ঋষভ পন্থ', উদ্ধার কর্তা সুশীলকে বলেছিলেন তারকা ক্রিকেটার

author-image
Harmeet
New Update
'আমি ঋষভ পন্থ', উদ্ধার কর্তা সুশীলকে বলেছিলেন তারকা ক্রিকেটার

নিজস্ব সংবাদদাতাঃ ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন বাস চালক সুশীল। তিনিই সাহায্য করেছিলেন পন্থকে। সুশীল প্রথমে বুঝতে পারেননি কার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সুশীলের কথায়, "আমি প্রথমে ওনাকে চিনতে পারিনি।"

 

ঋষভই নাকি নিজের পরিচয় তাকে দিয়েছিলেন। সুশীল আরও জানিয়েছেন, "আমি হরিদ্বারের দিক থেকে আসছিলাম, আর ওনার গাড়ি দিল্লীর দিক থেকে।" ঋষভের গাড়ি ডিভাইডারে ধাক্কা লাগার পরেই বাসের ব্রেক কষেছিলেন, জানিয়েছেন বাস চালক সুশীল।