বাগডোগরাতে চিতাবাঘের আতঙ্ক!

author-image
New Update
বাগডোগরাতে চিতাবাঘের আতঙ্ক!

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শিলিগুড়ির বাগডোগরাতে চিতাবাঘের আতঙ্ক। বেশ কিছুদিন ধরেই বাগডোগরা এলাকায় চিতাবাঘের আনাগোনা রয়েছে। বেশ কিছু শ্রমিক চিতাবাঘের হামলার মুখে পড়েন। মঙ্গলবার বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় নতুন করে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা রেঞ্জের বনদপ্তর। এরপর এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। পাশাপাশি খাঁচা পাতা হয়েছে এলাকায়। বনদপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী এলাকায় সবসময় বনদপ্তরের কর্মী উপস্থিত থাকবে।