নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টার মতে, পূর্ব ইউক্রেনের বাখমুত ও সোলেদার শহরে রাশিয়ার ভারী হামলা হতাশার স্ম্যাক, আত্মঘাতী বোমারুদের স্মরণ করিয়ে দেয়। আরেস্তোভিচ বলেন, 'বাখমুত ও সোলেদার এলাকায় যুদ্ধ চলছে, ইউক্রেনীয় বাহিনী ব্যাপক সেনা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা খুবই গুরুতর লড়াই।'