নিজস্ব সংবাদদাতা : শীত পেরলোই হাজির হবে গ্রীষ্মকাল। জলকষ্ট মেটাতে পলতা জল প্রকল্পে দিনে আরও ২০ মিলিয়ন গ্যালন জল বাড়ানোর মতো পদক্ষেপ গৃহীত হল। এই জল পাঠানো হবে কলকাতার জল সরবরাহের অন্যতম কেন্দ্র টালা জলাধারে।সেখান থেকেই মহানগরের মধ্য ও উত্তর প্রান্তে পাঠানোর জন্য নতুন পাইপলাইন বসানোর পাশাপাশি তা নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ট্রেসেল ব্রিজ নামে একটি সেতু। যার নির্মাণের দায়িত্বে পূর্ত দফতর।
শহারঞ্চলে যেখানে যেখানে জলের গতি কম, সেই তালিকা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতে হবে বাড়তি জল সরবরাহ। ।এ জন্য মোট ৭০০ মিটার পাইপলাইন পাতা হবে বলে ঠিক হয়েছে। টালা সেতুর তলা দিয়ে কেবল, ইন্টারনেট-সহ একাধিক সামগ্রীর পাইপ যাওয়ার কারণে মাটির উপরে সেতু দিয়ে লাইন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। ৪৮ মিটার ব্যাসের পাইপ ধারণের ক্ষমতা আছে সেতুটির। ভবিষ্যতে পলতা থেকে জলের পরিমাণ বাড়ালে যাতে সরবরাহে সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতু।