পথ চলা শুরু হল বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রোর

author-image
Harmeet
New Update
পথ চলা শুরু হল বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রোর

নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার অবসান। বছর শেষে সিটি অফ জয়ের জন্য এ এক উপড়ি পাওনা। উদ্বোধন হল জোকা-তারাতলা মেট্রোর। শুক্রবার ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি জোকা-তারাতলা রুটে মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। মাতৃ বিয়োগের কারণে সশরীরে হাজির হতে পারেননি প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 

জোকা-তারাতলা রুটে মেট্রো চালুর ফলে যাতায়াত এখন আরো সহজ হয়ে উঠবে। যাতায়াতের সময় কমবে। জোকা-তারাতলা মেট্রো স্ট্রেচ (বেগুনি লাইন) শুরু হওয়ার সাথে সাথে ব্যস্ত ডায়মন্ড হারবার রোডের যান চলাচল মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে। সাড়ে ৬ কিলোমিটার যাত্রা পথে মোট ৬টি স্টেশন পড়বে। ২৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে প্রকল্পটি।