New Update
/anm-bengali/media/post_banners/cWlR2z19id8oOABnbgJB.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:মঙ্গলবার দুপুরে গোয়ালতোড় থানার পাটাশোল জঙ্গলে দুই কিশোর কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল গোয়ালতোড় থানার পুলিশ। প্রসঙ্গত গোয়ালতোড় থানার পাটাশোল গ্রামের বাসিন্দা বছর আঠারো মৌমিতা মাহাত ও বছর সতেরোর কিশোর সৌগত মাহাতোর বাড়ি। গতকাল বিকেল থেকেই নিখোঁজ ছিল এই দুই কিশোর কিশোরী। গ্রামবাসীরা অনেক খোঁজা খুজিঁর পর আজ দুপুরে জঙ্গলের দিকে গেলে ঝুলন্ত অবস্থায় দুজনকে দেখতে পায় এবং গোয়ালতোড় থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে এই দেহ দুটোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত কারনেই এই আত্মহত্যা। তবে এই আত্মহত্যার আর কি কারন থাকতে পারে তা নিয়ে তদন্ত করছে গোয়ালতোড় থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us