হরি ঘোষ, দুর্গাপুর : আবাস যোজনা ঘিরে সরগরম রাজ্য। এবার ক্ষোভের আঁচ পড়ল জেমুয়া পঞ্চায়েতে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। প্রধানকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তারা। অভিযোগ, সমীক্ষার পরেও বাতিল করা হচ্ছে আবাসের তালিকা থেকে ভোক্তাদের নাম। অনেক কষ্ট করে কেউ পাকা বাড়ি করেছে আবার কারোর মাটির বাড়ি রয়েছে। অথচ আবাসের তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও সমীক্ষার পরেও বাতিল করে দেওয়া হচ্ছে তালিকা থেকে নাম। আরো অভিযোগ, পঞ্চায়েত দেখেও দেখছে না। লাউদোহার জেমুয়া পঞ্চায়েত ঘেরাও করে তুমুল আন্দোলন। আবাস এর বাড়ি দিতে হবে নতুবা আন্দোলন জোরদার হবে বলেও হুঁশিয়ারি এলাকাবাসীর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রধানের।