নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান রাজ ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে। যার আঁচ এসে পরছে সংবাদ মাধ্যমের ওপরও। একাধিক সাংবাদিকের মৃত্যুর সংবাদও সামনে এসেছে বারংবার। এইবার জানা যাচ্ছে, তালিবান এলাকায় সাংবাদিকদের সম্পূর্ণ কণ্ঠরোধ করার চেষ্টা করছে জঙ্গিগোষ্ঠী। আফগানিস্তানের সংবাদ মাধ্যমের তরফ থেকে এই সংবাদ জানানো হয়েছে। জঙ্গিগোষ্ঠীর কাছে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার দাবি জানিয়েছে।