করোনা আবহে দূরত্ববিধি শিকেয় তুলে সাইকেল নিতে ভিড় পড়ুয়াদের

author-image
New Update
করোনা আবহে দূরত্ববিধি শিকেয় তুলে সাইকেল নিতে ভিড় পড়ুয়াদের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:   করোনা আবহে দূরত্ববিধি শিকেয় তুলে সাইকেল নিতে ভিড় পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এদিন জলপাইগুড়ি জেলার হেলাপাকড়ি পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে সবুজসাথীপ্রকল্পের সাইকেল বিলি করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে দশম শ্রেণির মোট ৩৪৮ জন পড়ুয়ার হাতে সাইকেল দেওয়া হয়। বিদ্যালয়ের তরফে টোকেন ও সাইকেল নেওয়ার জন্য শারীরিক দূরত্ব বজায় রেখে পৃথক দুটি লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় পড়ুয়াদের। কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না-করেই লাইন ভেঙ্গে একে অপরের গা ঘেঁষে সাইকেল নিতে ভিড় করে পড়ুয়ারা। তবে পড়ুয়ারা যাতে বিধিভঙ্গ না করে তার জন্য শিক্ষকদের অবশ্য কঠোর ভূমিকা পালন করতে দেখা যায়। কিন্তু নতুন সাইকেল হাতে পেতে কে কার কথা শোনে। মুখে মাস্ক থাকলেও দূরত্ব বজায় রাখার কথা ভুলেই যায় পড়ুয়ারা। বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ জানিয়েছেন,  একসঙ্গে অধিকাংশ পড়ুয়া সাইকেল নিতে চলে আসে। নতুন সাইকেল পেতে প্রথমে তারা ভিড় জমায়। কিন্তু পরে বিদ্যালয়ের তরফে কঠোরভাবে দূরত্ববিধি বজায় রেখে লাইন করে তাদের মধ্যে সাইকেল বিতরণ করাহয়েছে।

ছবি: ফাইল চিত্র