নিজস্ব সংবাদদাতাঃ থাই এয়ারওয়েজের কলকাতাগামী বিমানে যাত্রীদের মধ্যে সংঘর্ষের যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জুলফিকার হাসান, বিসিএএসের মহাপরিচালক। থাই স্মাইল এয়ারওয়েজের একটি বিমান গত মঙ্গলবার ব্যাংকক থেকে ভারতে যাচ্ছিল। সাম্প্রতিক সেই ফ্লাইটে কিছু যাত্রীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা অন্যান্য যাত্রী এবং বিমান সেবিকাদের আতঙ্কিত করে। সহযাত্রী ও বিমান সেবিকাদের ওই ব্যক্তিকে থামতে ও শান্ত হতে অনুরোধ করতে শোনা যায়।