বিহারে শুরু 'হেলিকপ্টার' নিয়ে রাজনীতি?

author-image
Harmeet
New Update
বিহারে শুরু 'হেলিকপ্টার' নিয়ে রাজনীতি?





নিজস্ব সংবাদদাতাঃ
বিহারে হেলিকপ্টার প্রেরণের বিষয় নিয়ে এবার রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হল বিজেপি ও জোট সরকারের। বিহারের নীতীশ কুমার সরকার হেলিকপ্টার ও বিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিমান এবং হেলিকপ্টারটি VI এবং ভিভিআইপি চলাচলের জন্য ব্যবহার করা হবে। বিহার সরকারের ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করা হয়েছিল, যা নীতিশ কুমার সরকার অনুমোদন করেছে। যদিও এ বিষয়ে বিজেপি নেতা সুশীল মোদী জানিয়েছেন, ' প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের জেট বিমান বিহারে ব্যবহার করা হবে না কারণ রাজ্যে কয়েকটি রানওয়ে রয়েছে, পরিবর্তে, এটি নীতিশ কুমারের ২০২৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নপূরণের জন্য ব্যবহার করা হবে, যা কোনওভাবেই পূরণ হবে না। তেজস্বী যাদবকে কি হেলিকপ্টার ও বিমান উপহার দেওয়া হচ্ছে?'