'বিষাক্ত' কাফ সিরাপ খেয়ে মৃত্যু বহু শিশুর

author-image
Harmeet
New Update
'বিষাক্ত' কাফ সিরাপ খেয়ে মৃত্যু বহু শিশুর


 নিজস্ব সংবাদদাতাঃ
কাফ সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যু হল উজবেকিস্তানে। জানা গিয়েছে, গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর পর উজবেকিস্তানও এখানে শিশুদের মৃত্যুর জন্য একটি ভারতীয় ওষুধ কোম্পানিকে দায়ী করেছে। 






উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের অভিযোগ, একটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি ওষুধ সেবনের ফলে দেশের ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। বিবৃতিতে মন্ত্রক আরও জানিয়েছে, ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেড ২০১২ সালে উজবেকিস্তানে নিবন্ধিত হয়। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সূত্রে জানা গিয়েছে, এই সংস্থার তৈরি 'ডক-১ ম্যাক্স' সিরাপ বর্তমানে ভারতের বাজারে বিক্রি হচ্ছে না।