চীনা যাত্রীদের জন্য নয়া ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

author-image
Harmeet
New Update
চীনা যাত্রীদের জন্য নয়া ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের


নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে এবার চীনা যাত্রীদের জন্য নয়া ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী প্রত্যেক ব্যক্তিকে করোনা নেগেটিভ হতে হবে বলে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।

Trump Administration Restricts Entry Into U.S. From China - The New York  Times

 করোনা পরীক্ষার পর নেগেটিভ রিপোর্ট আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে চীনা নাগরিকরা। করোনা পরিস্থিতি নিয়ে চীন সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Coronavirus: American, Delta, United cancel China mainland flights