New Update
/anm-bengali/media/post_banners/Oz0SD0O4sUQB9EjYZeYu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার জম্মু কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হল ৪ জন জঙ্গি। জানা গিয়েছে, বুধবার ট্রাকে চড়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল জঙ্গিরা। এদিকে সিধরা এলাকায় নিরাপত্তা বাহিনী ট্রাক আটকাতেই জঙ্গিদের তরফে গুলি চালানো শুরু হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। আর এই এনকাউন্টারে ৪ জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। বছরের শেষে এটা যে সেনাবাহিনীর অন্যতম বড় সাফল্য তা বলাই যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us