ডার্বিতে খেলবেন না লেভান্ডোস্কি, চাপ বাড়ছে বার্সেলোনার

author-image
Harmeet
New Update
ডার্বিতে খেলবেন না লেভান্ডোস্কি, চাপ বাড়ছে বার্সেলোনার

নিজস্ব সংবাদদাতাঃ রবার্ট লেভান্ডোস্কি লা লিগায় ঝড় তুলেছেন কিন্তু শনিবার এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বি দিয়ে শুরু হওয়া ব্যস্ত জানুয়ারির সময় তাকে ছাড়াই বার্সেলোনা কোচ জাভিকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। পোলিশ স্ট্রাইকার ডিভিশনের সর্বোচ্চ স্কোরার কিন্তু বিশ্বকাপের আগে বার্সেলোনার ফাইনাল ম্যাচে বিদায়ের পর তাকে তিনটি লিগ খেলার জন্য সাসপেন্ড করা হয়েছে।