​নিজস্ব সংবাদদাতাঃ লিওনেল মেসি জানুয়ারির শুরুতে প্যারিস সেন্ট জার্মেইতে ফিরবেন, এমনটাই লিগ ১ ক্লাবের ম্যানেজার ক্রিস্টোফ গাল্টিয়ার জানিয়েছেন। গালটিয়ার সাংবাদিকদের বলেন, "বিশ্বকাপের জয় উদযাপন করার মেসিকে জন্য আর্জেন্টিনাতে ফিরতে হয়েছিল এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তিনি ১লা জানুয়ারি পর্যন্ত মাঠে নামতে পারবেন না।" মেসি বুধবার স্ট্রাসবার্গের বিপক্ষে পিএসজির হোম লিগের খেলা এবং রবিবার লেন্সে ট্রিপ মিস করবেন।