/anm-bengali/media/post_banners/H6kVcMDikWVIZAhFLjWL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীর উপত্যকায় বড় সাফল্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। কাশ্মীরে এখনও পর্যন্ত জামাত-ই-ইসলামির ২০০ কোটি টাকার ৪০টিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, উপত্যকায় জামাতের এখনও ১২০টি সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। তারা সকলেই অ্যাকশনের রাডারে রয়েছে। বিশেষ করে এই তালিকায় রয়েছে হিজবুলের শীর্ষ নেতৃত্ব, যার সম্পত্তি রয়েছে শ্রীনগর, বারামুল্লা শোফিয়ান, অনন্তনাগে।
হিজবুল ছাড়াও হুরিয়ত নেতাদের সম্পত্তির তালিকাও তৈরি করা হচ্ছে। আগামী দিনে যে হিজবুল নেতাদের সম্পত্তিতে হানা দেওয়া হবে, তাঁদের মধ্যে রয়েছেন অক্টোবরে কেন্দ্রীয় সরকার ঘোষিত শওকত আহমেদ শেখ, সালাউদ্দিনের ছেলে শাহিদ ইউসুফ, নিহত হিজবুল কম্যান্ডার ডঃ সইফুল্লাহ এবং হিজবুল কমান্ডার আবু আবিদা। তাদের অনেক সম্পত্তি শ্রীনগর ও অনন্তনাগে রয়েছে। এছাড়া অন্যান্য হুরিয়ত নেতাদের সম্পত্তির বিষয়েও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us