আবাস যোজনা প্রকল্পে বাড়ি না পেয়ে বিক্ষোভ-অবরোধ

author-image
Harmeet
New Update
আবাস যোজনা প্রকল্পে বাড়ি না পেয়ে বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : আবাস যোজনা প্রকল্পে বাড়ি না পেয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিক্ষোভ, অবরোধ।আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে জামবনি ব্লকের সাপধরা চার নম্বর অঞ্চলের টাঙ্গিয়াতে গ্রামবাসিরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। গ্রামবাসীদের অভিযোগ, যারা প্রকৃত গরিব তাদের আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম নেই এবং যারা বড়লোক তারাই ঘর পাচ্ছে। তারই প্রতিবাদে এই অবরোধ। তার সঙ্গে সঙ্গে এও অভিযোগ করছেন, পয়সা নিয়ে আবাস যোজনা তালিকায় নাম ঢোকানো হচ্ছে।



 গ্রামবাসীদের অভিযোগ, যাদের তালিকায় নাম ছিল তাদের মধ্যে প্রকৃত গরিবদের নাম বাদ দেওয়া হয়েছে। নতুন করে সার্ভে করা হোক। বর্তমান যে সার্ভে হয়েছে তাতে কারচুপি করা হয়েছে। গরিব মানুষরা যার ফলে আবাস যোজনা থেকে বঞ্চিত। তাই আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদ জানিয়ে, তারা অবরোধ -বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বলে জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে জামবনী থানার পুলিশ। পাশাপাশি একই ঘটনার জেরে বিনপুর ব্লকের ভেলাইডিহা, দহিজুরি, বৈতাতে চলছে গ্রামবাসীদের অবরোধ, বিক্ষোভ।