রাস্তার হাল বেহাল, হেলদোল নেই প্রশাসনের

author-image
Harmeet
New Update
রাস্তার হাল বেহাল, হেলদোল নেই প্রশাসনের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ দীর্ঘদিন থেকেই রাস্তার বেহাল দশা। হেলদোল নেই প্রশাসনের। আলিপুরদুয়ারের ৮ নং এবং ৯ নং ওয়ার্ডের মূল শহরে যাতায়াত করার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টির ফলে ভাঙ্গা রাস্তায় জমে যাচ্ছে জল। এই জলের মধ্যেই বিভিন্ন গাড়ি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষদের। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন মহলে জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি বলে খবর। যেকোনো সময় হতে পারে বড় দুর্ঘটনা।  অন্যদিকে একই রাস্তার যাওয়ার জন্য একমাত্র  কালভার্টের কাজের  ভুল পদ্ধতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কালভার্টটি উচু এবং বাঁকা করে করার ফলে কোনো গাড়ি নিয়ে চলাচল করতে অসুবিধে হচ্ছে। এছাড়াও কালভার্টের গুনগত মান খুবই খারাপ হয়েছে।