নিজস্ব সংবাদদাতা : পূর্বপল্লীর মাঠে যে পৌষমেলা হতো সেই পৌষ মেলা না হলেও বোলপুরে চলছে বিকল্প মেলা। আর মেলায় আগত দর্শনার্থীরা মেলার পাশাপাশি ভিড় করছেন 'অপা'-য়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে অধিক পরিচিতি পেয়েছে এই 'অপা'।
এটি আসলে একটি বাড়ি। তবে, পার্থ চট্টোপাধ্যায়ের একার বাড়ি নয়, অর্পিতারও। টাকার পাহাড়ের খোঁজ মেলার পর থেকেই ইডির তদন্তে উঠে আসে বোলপুরে পার্থ-অর্পিতার বাংলো বাড়ি, অপা। তারপর থেকেই পর্যটকরা ভিড় জমাতে থাকেন বিলাসবহুল বাড়ির সামনে। চলে সেলফি তোলার হিড়িক।