খুলবে কি সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসের সিল? শুনানি আজ

author-image
Harmeet
New Update
খুলবে কি সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসের সিল? শুনানি আজ

নিজস্ব সংবাদদাতা : রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প অফিসের সিল খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ সিবিআই। বীরভূমের রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস সিল করে সিআইডি।


 অফিসের সিল খুলতে সিবিআইয়ের করা আবেদনের শুনানি আজই। রামপুরহাট আদালতে উপস্থিত রয়েছেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র সহ ৪ আধিকারিক।