নিজস্ব সংবাদদাতা: উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের মায়ানগরীতে পার্টি মুড অন। আজ বলিউডের ভাইজান সলমানের জন্মদিন। ২৭ ডিসেম্বর ৫৭ তম জন্মদিন পালন করছেন সুপারস্টার সলমান খান। ২৬ তারিখ রাতে ভাইয়ের জন্য বিশেষ পার্টি থ্রো করেছিলেন আদরের বোন অর্পিতা। নিজের বাড়িতেই সল্লু ভাইয়ের জন্য জমকালো জন্মদিন পার্টির আয়োজন করা হয়।এই স্টার স্টাটেড পার্টিতে সবচেয়ে বড় চমক হল শাহরুখ-সলমানের টুইনিং।সলমানের জন্মদিনের ভ্যেনুতে পৌঁছানোর পরেই হাজার ক্যামেরার ফ্ল্যাশলাইট পড়ে কিং খানের উপর।