আফ্রিকায় হানা দিল আরও এক মারণ ভাইরাস, জানাল WHO

author-image
Harmeet
New Update
আফ্রিকায় হানা দিল আরও এক মারণ ভাইরাস, জানাল WHO

নিজস্ব সংবাদদাতাঃ একে করোনায় রক্ষে নেই, তারই মাঝে খোঁজ মিলল আরও এক মারণ ভাইরাসের   পশ্চিম আফ্রিকায় খোঁজ মিলল প্রথম মারবার্গ নামক ভাইরাসে আক্রান্ত ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফ থেকে জানানো হয়েছে যেগিনিতে এই মারণ ভাইরাসের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, কোভিড-১৯ ও ইবোলার মতো এই ভাইরাসটিও পশু থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। হু আরও জানিয়েছে, ভাইরাসটির মূল বাহক হল বাদুড়। মারণ মারবার্গ ভাইরাসের মৃত্যুহার ৮৮ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গিনির দক্ষিণ গেকেদু অঞ্চলে গত ২ তারিখ মৃত্যু হওয়া এক ব্যক্তির নমুনা থেকে এই ভাইরাসের হদিশ মেলে।