মাদ্রিদে ঝুলে হ্যাজার্ড, আসেনসিওর ভাগ্য?

author-image
Harmeet
New Update
মাদ্রিদে ঝুলে হ্যাজার্ড, আসেনসিওর ভাগ্য?

নিজস্ব সংবাদদাতাঃ রিয়াল মাদ্রিদে ফিরছেন ব্রাহিম ডিয়াজ। লোনে এসি মিলানের হয়ে খেলেছেন। লোনে পাঠালেও ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে অন্য ক্লাবে পাকাপাকিভাবে ছাড়েনি মাদ্রিদ। তিনি ফিরে আসার পর প্রশ্ন উঠছে মাদ্রিদে ইডেন হ্যাজার্ড এবং আসেনসিওর ভবিষ্যৎ নিয়ে। আসেনসিও নিজের সেরা সময় ফেলে এসেছেন। হ্যাজার্ডের পায়ের জাদুও আর আগের মতো দেখা যায় না।