হাওড়া থেকে মাত্র ৮ ঘণ্টায় এনজিপি পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস

author-image
Harmeet
New Update
হাওড়া থেকে মাত্র ৮ ঘণ্টায় এনজিপি পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা : দূরত্ব এখন আরো কম। মাত্র ৮ ঘণ্টাতেই পৌঁছনো যাবে নিউ জলপাইগুড়ি। সৌজন্যে বন্দে ভারত এক্সপ্রেস। বড়দিনের উপহার হিসেবে ২৫ ডিসেম্বর রাতেই রাজ্যে এসে পৌঁছেছে সেমি হাইস্পিডের ট্রেনটি। সোমবার পরীক্ষামূলক ভাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চালানো হয় ট্রেনটি। সব কিছু ঠিকঠাক থাকলে ৩০ ডিসেম্বর বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অন্যান্য ট্রেনে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা। বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে দুই জেলার মধ্যে কমবে দূরত্ব। ট্রেনে সফরের সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। ভোর ৫টা ৫০ মিনিটে হাওড়া থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা হবে বন্দে ভারত এক্সপ্রেস।





 গন্তব্যে পৌঁছবে দুপুর ১ টা ৫০ মিনিটে। তারপর আবার পুনরায় কলকাতার উদ্দেশ্যে রওনা হবে দুপুর ২ টো ৫০ মিনিটে। হাওড়ায় ফিরবে রাত ১০ টা ৫০ মিনিটে। মোট ১৬টি কোচ ও চেয়ার কার রয়েছে নীল সাদা বিশিষ্ট ট্রেনটিতে যা যাত্রীদের অন্যতম আকর্ষণ।