'ফ্রান্স স্টপ ক্রাইং', সাড়ে ছয় লক্ষ্যেরও বেশি আর্জেন্টাইনের সই পিটিশনে

author-image
Harmeet
New Update
'ফ্রান্স স্টপ ক্রাইং',  সাড়ে ছয় লক্ষ্যেরও বেশি আর্জেন্টাইনের সই পিটিশনে

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গিয়েছিল ফ্রান্স। ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপ জয়ের পর পুনরায় ফাইনাল অনুষ্ঠিত করার দাবি তুলেছে ফরাসি ফুটবলভক্তরা। আর এর প্রত্যুত্তরে আর্জেন্টিনার সমর্থকরাও নিজেদের কৌশল দেখিয়ে দিয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে "ফ্রান্স স্টপ ক্রাইং" পিটিশনটি ভ্যালেনটিন গোমেজ নামে একজন ভক্ত দ্বারা চালু করা হয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যে পিটিশনটিতে সাড়ে ছয় লক্ষ্যেরও বেশি আর্জেন্টাইন স্বাক্ষর করেছেন৷