New Update
/anm-bengali/media/post_banners/Vey69OXvwH7t41yvJqrT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ সম্পর্কিত বিভিন্ন বিষয়। এরই মধ্যে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে একটি ছবি। একটি স্ক্রিনের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৭ হাজার ৯২২ উইকেট। একদিনের ক্রিকেট ফরম্যাট এবং কুড়ি বিশের ক্রিকেট ফরম্যাটে নিয়েছেন যথাক্রমে ৬ হাজার ৭ টি উইকেট এবং ২ হাজার ৮৯৪ টি উইকেট! এই পরিসংখ্যান যে ভুল করে টেলিকাস্ট করা হয়েছে তা বলাই বাহুল্য। নেটিজেনদের কেউ কেউ মজা করে বলছেন, সর্বকালের সেরা বোলার ডেভিড ওয়ার্নার।
David Warner the greatest bowler in the history of Australian cricket. #AUSvSApic.twitter.com/H74sMPwrFT
— Dan Liebke (@LiebCricket) December 26, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us