খাস কলকাতায় শ্যুট আউট, গুলি চললো ২ রাউন্ড

author-image
Harmeet
New Update
খাস কলকাতায় শ্যুট আউট, গুলি চললো ২ রাউন্ড

নিজস্ব সংবাদদাতা : বছর প্রায় শেষের পথে। উৎসব মুখর হয়ে রয়েছে গোটা বাংলা। এমন সময় কলকাতায় আতঙ্ক সৃষ্টি করলো শ্যুট আউটের ঘটনা।২৪ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ ঘটে ঘটনাটি। হাইল্যান্ড পার্কে পানশালায় বসাকে কেন্দ্র করে বচসা বাধে। 

তারপরই গাড়িতে তুলে কামালগাজির কাছে নিয়ে গিয়ে চালানো হল গুলি। মোট ২ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ১।জখমের নাম নাইট কিং ওরফে সাবির মণ্ডল। তাকে প্রথমে বন্দুকে বাঁট দিয়ে মাথায় মেরে, তারপর গুলি চালানো হয় বলে অভিযোগ।আক্রান্ত যুবক মাটি ব্যবসার সঙ্গে যুক্ত।সিন্ডিকেট বিবাদেই কি হামলা ? উঠছে প্রশ্ন।কামালগাজিতে শ্যুট আউটের ঘটনার তদন্তে সার্ভে পার্ক থানার পুলিশ।