নিজস্ব সংবাদদাতা: হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার বেলা ১২টা নাগাদ তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ৬৩ বছর বয়স নির্মলার। এমস সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে তাঁকে। তবে কি কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।