১০৮ কেজি লঙ্কার গুঁড়োয় স্নান করলেন পুরোহিত

author-image
Harmeet
New Update
১০৮ কেজি লঙ্কার গুঁড়োয় স্নান করলেন পুরোহিত

​নিজস্ব সংবাদদাতাঃ  সম্প্রতি দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে পালিত হল আদি অমাবাসাই। শুধু তামিলনাড়ু নয়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনটাকে পবিত্র বলে পালন করা হয়। তামিল ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি উদযাপন করা হয়। সব অশুভ শক্তিকে দূরে সরিয়ে দিতেই এই দিন উদযাপন করা হয়। তবে এ বার এক বিশেষ উপায়ে এই বিশেষ দিনে স্নান করলেন এক পুরোহিত। জলে মেশানো ১০৮ কেজি লঙ্কার গুঁড়ো। সেই জলই গায়ে ঢাললেন তিনি।