নিজস্ব সংবাদদাতা: শীত হাড় কাঁপাচ্ছে উত্তর ভারতে। দিল্লিতে তাপমাত্রার পারদ ইতিমধ্যে নেমে গিয়েছে ৫ ডিগ্রিতে। স্বাভাবিকের চেয়ে যা ৪.৯ ডিগ্রি কম। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।
এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘণ্টায় প্রবল শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়ে হাওয়া অফিস।