উপচে পড়ছে ICU,করোনায় ভয়ঙ্কর অবস্থা চিনে

author-image
Harmeet
New Update
উপচে পড়ছে ICU,করোনায় ভয়ঙ্কর অবস্থা চিনে

নিজস্ব সংবাদদাতা: বেড তো দূরর কথা, হাসপাতালের মেঝেতেও তিল ধারণের জায়গা নেই। যত রোগীর চাপ বাড়ছে, ততই বেহাল অবস্থা হচ্ছে হাসপাতালগুলির। রীতিমতো ধুঁকছে চিনের স্বাস্থ্য পরিকাঠামো।




 লাগামছাড়া করোনা সংক্রমণ বাড়তেই হাসপাতালগুলির এমন অবস্থা হয়েছে যে রোগীদের হাসপাতালের বাইরের বেঞ্চে জায়গা করে দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ যারা, তাদের অনেককেই হাসপাতালে না নিয়ে গিয়ে সরাসরি শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছে।