নজরে হাসপাতালগুলির সঙ্গে রাজ্যের বৈঠক

author-image
Harmeet
New Update
নজরে হাসপাতালগুলির সঙ্গে রাজ্যের বৈঠক

নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য তা জানতে চেয়েছে কেন্দ্র। সোমবার তাই কলকাতা ও জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলি পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত তা পর্যালোচনা করতেই এই বৈঠক। আগামীকাল সমস্ত তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো হবে অনলাইনে।

ভিডিও কনফারেন্সে হাসপাতালের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, জেলার কোভিড সংক্রান্ত সব তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট জেলাশাসক। কেন্দ্রের পাঠানো অ্যাডভাইসরিতে মূলত হাসপাতালগুলির পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে জানাতে বলা হয়েছে।