তীব্র ঠান্ডার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ

author-image
Harmeet
New Update
তীব্র ঠান্ডার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র শীত শুরু হয়েছে দেশের প্রায় সব রাজ্যে। দু-তিন দিন ধরে হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিহারের তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কথা মাথায় রেখে বিহার সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিহার সরকারের জারি করা এক আদেশে রাজধানী পাটনাসহ সব জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।