ম্যানচেস্টারের মুখে হাসি ফোটাচ্ছেন হ্যারি ম্যাগুয়েররা

author-image
Harmeet
New Update
ম্যানচেস্টারের মুখে হাসি ফোটাচ্ছেন হ্যারি ম্যাগুয়েররা

নিজস্ব সংবাদদাতাঃ বড়দিনে বড় উদ্যোগ হ্যারি ম্যাগুয়েরদের। ম্যানচেস্টার ইউনাইটেডের সদস্যরা খুদেদের মুখে হাসি ফোটানোর জন্য উদ্যোগ নিয়েছেন। হাসপাতাল বা হোমে গিয়ে ছোটোদের জন্য উপহার ভর্তি ব্যাগ তৈরী করেছেন হ্যারির। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "আশা করি আমরা এখনও এই ক্রিসমাসে কিছু মুখে হাসি ফোটাতে পারি। ম্যানচেস্টারের মানুষদের বড়দিনের শুভেচ্ছা জানাই।"