'২০২৪ সাল অবধি জারি থাকবে কৃষক আন্দোলন'

author-image
Harmeet
New Update
'২০২৪ সাল অবধি জারি থাকবে কৃষক আন্দোলন'




নিজস্ব সংবাদদাতা: '২০২৪ সাল অবধি জারি থাকবে কৃষক আন্দোলন'। এমনটাই হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকেইত। তিনি আরও বলেন, 'ছায়া আছে, সমস্ত কৃষক এই আন্দোলন চালিয়ে যাবেন।' করোনা সময়কালে ভিড় হওয়ার জন্য তিনি সরকারকে দায়ী করেছিলেন।