New Update
/anm-bengali/media/post_banners/Tu07arJGqAxSKRI0fK1P.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গোটা পার্ক স্ট্রিটকে ১১টি সেক্টরে ভাগ করেছে লালবাজার। পুলিশি সূত্রের খবর, আগামী কাল, ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন ডিসি।
প্রতিটি সেক্টরের দায়িত্ব থাকছে দু’জন করে ইনস্পেক্টরের উপরে। এ ছাড়াও থাকছে ১১টি নজর-মিনার, ২ টি কুইক রেসপন্স টিম। পুলিশি সহায়তা কেন্দ্র থাকছে ১৬টি। থাকছেন মহিলা বাহিনী ‘উইনার্স’। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার ২৩টি জায়গায় চলবে নাকা-তল্লাশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us