করোনা নেই! মার্কেটের জিনিসপত্র চাটছেন মহিলা, ভাইরাল

author-image
Harmeet
New Update
করোনা নেই! মার্কেটের জিনিসপত্র চাটছেন মহিলা, ভাইরাল

নিজস্ব সংবাদদাতাঃ করোনা কাঁটায় জর্জরিত গোটা দুনিয়া। দু বছরের বেশি সময় ধরে পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে এই মারণ ভাইরাস। কিন্তু করোনা বলে আর জিনিস এই দুনিয়ায় নেই বলে দাবি করে আজব কাণ্ড ঘটালেন এক মহিলা। সম্প্রতি সোশ্যাল  মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা সুপারমার্কেটের জিনিসপত্র হাতে তুলে নিয়ে জিভ বার করে তা চেটে চেটে পরীক্ষা করছেন। প্রায় সব কিছুরই প্যাকেটকেই জিভ দিয়ে চেটে দেখছিলেন মহিলা! এমনকী, তিনি যে ট্রলি ব্যবহার করছিলেন, তার হ্যান্ডেলও জিভ বার করে চেটে নিচ্ছিলেন। মহিলার এহেন কাণ্ড দেখে হতবাক সকলে। দেখুন...