ভারত জোড়ো যাত্রায় কুকুর, গরু, মহিষ, শূকর সব পশু আসে: রাহুল গান্ধী- দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
ভারত জোড়ো যাত্রায় কুকুর, গরু, মহিষ, শূকর সব পশু আসে: রাহুল গান্ধী- দেখুন ভিডিও


নিজস্ব সংবাদদাতা: ভারত জোড়ো যাত্রায় কোনও হিংসা নেই বলে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান, ভারত জোড়ো যাত্রায় মানুষের সঙ্গে পশুরাও আসে। কিন্তু তাদের কোনও রকম আঘাত করা হয়না।

Bharat Jodo Yatra: Will it translate into votes? – The Dispatch

 কারণ হিসাবে তিনি জানান, কংগ্রেস হিংসা মুক্ত দল। তিনি বলেন, "ভারত জোড়া যাত্রায় কুকুরও আসে কিন্তু কেউ তাদের ক্ষতি করেনা। গরু, মহিষ, শূকর, সব পশু আসে। এই যাত্রা আমাদের ভারতের মতো, কোনও হিংসা নেই, কোনও ভেদাভেদ নেই"।