New Update
/anm-bengali/media/post_banners/i8OtrUSrQDoFNiYNJddR.jpg)
নিজস্ব সংবাদদাতা: আত্মহত্যা করলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তুনিশা শর্মা। জানা যাচ্ছে, অভিনেত্রী তার টিভি শো আলি বাবা: দাস্তান-ই-কবুলের শুটিং করছিলেন।
শুটিং সেটের মেকআপ রুমে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। মেকআপ রুম থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বয়স বর্তমানে মাত্র ২০ বছর। তিনি 'বার বার দেখো', 'ফিতুর', 'কাহিনী ২' এর মত সিনেমাতেও অভিনয় করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us