New Update
/anm-bengali/media/post_banners/WIWnEbOt3ghGPttQvOhH.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা চালাচ্ছে কংগ্রেস। শনিবার দিল্লিতে হয়েছে ভারত জোড়ো যাত্রা। সেখান থেকেই এবার মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, ভারত জোড়ো যাত্রার কারণে বিজেপি ভয় পেয়েছে।
তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রার কারণে বিজেপি ভয় পেয়েছে। তাই কোভিডের অজুহাত দিচ্ছে। কোথাও কোভিড নেই। কারো কিছুই হয়নি। প্রধানমন্ত্রী মোদি নিজেও মাস্ক পরেন না। এই সব করা হচ্ছে মানুষের মধ্যে ভয় তৈরি করতে এবং এই যাত্রা ভাঙার জন্য"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us