New Update
/anm-bengali/media/post_banners/oqnLBTQkzjIsFUd2Kwjs.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাতার বিশ্বকাপ শেষ হতেই একের পর এক ফুটবলারের অবসর নেওয়ার সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিবৃতিতে তিনি জানিয়েছেন, "সব গল্পেরই শেষ থাকে। বহু ফুটবলার জাতীয় দলের হয়ে খেলার জন্য এসেছেন, বিদায় নিয়েছেন। দেশের থেকে কোনো ব্যক্তি কখনও বড় হতে পারেন না।"
❤️🇨🇲 pic.twitter.com/VcgeQcbgIJ
— Andre Onana (@AndreyOnana) December 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us