নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : দীঘায় অনুষ্ঠিত হল একদিনের দীঘা বিচ ম্যারাথন।সামনেই বড়দিন তারপরেই নতুন বছর। দীঘায় এখন পর্যটকদের ঢল। পর্যটকদের কাছে সৈকত শহর দিঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া শোধনাগরের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল ঝাঁক ঝাঁক যুবক-যুবতীর উজ্জ্বল অংশগ্রহণে একদিনের 'দীঘা বিচ ম্যারাথন' , 'নো প্লাস্টিক, নো পলিউশন' স্লোগানকে সামনে রেখে এই বিচ ম্যারাথন আয়োজিত হয়। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং জানিয়েছেন, 'দীঘার সৈকতের পাশেই ২১, ১০ ও ৫ কিলোমিটার তিনটি বিভাগে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজার সাতশো শিশু যুবক যুবতী।' অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সোহম চক্রবর্তী, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ - প্রসুন বন্দ্যোপাধ্যায়, জেলা পুলিশ সুপার অমরনাথ কে. প্রমুখ।