New Update
/anm-bengali/media/post_banners/0pIU6GdRjq4ZxBoBug2p.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপকে ছুঁয়ে প্রবল বিতর্কের মুখে সল্ট বে। কাতারে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের শেষে আর্জেন্টিনার সঙ্গে ট্রফি হাতে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল সল্ট বে-কে। ফুটবল কিংবা বিজয়ী দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নন এমন একজন কীভাবে বিশ্বকাপ স্পর্শ করলেন সে ব্যাপারে উঠতে শুরু করেছিল প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ফিফার পক্ষ থেকে। এরই মধ্যে খবর, সল্ট বে-কে সম্ভবত ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।
FIFA president Gianni Infantino followed 303 people on Instagram. One of them was Salt Bae. Not any more. Unfollowed.
— Kaveh Solhekol (@SkyKaveh) December 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us