​নিজস্ব সংবাদদাতা ঃ বিরাট কোহলিদের (Virat Kohli) পরবর্তী গন্তব্য লন্ডন। লর্ডসে দ্বিতীয় টেস্টের জন্য সোমবার লন্ডন রওনা হয় টিম ইন্ডিয়ার সদস্যরা। তবে বাদ পড়লেন পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব। তাঁরা নটিংহ্যামে কোয়ারান্টিন সম্পূর্ণ করে দলের সঙ্গে যোগ দেবেন। ৮ অগস্ট ছিল প্রথম টেস্টের শেষ দিন। বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র ঘোষণা করে দেওয়া হয়। ১২ অগস্ট থেকে লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর সেখানে বিরাটদের টেস্ট দেখার জন্য উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৮ অগস্ট যুক্তরাজ্য ভারত থেকে যাওয়া যাত্রীদের লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায় অন্তর্ভুক্তির অর্থ, যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রোটোকল অনুসারে যে কোনও ব্যক্তি যিনি সম্পূর্ণ টিকা নিয়েছেন তাঁদের ১০ দিনের বাধ্যতামূলক কঠোর কোয়ারান্টিন কাটাতে হবে না।