​নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কা সফরে করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাঁর সঙ্গে আক্রান্তের তালিকায় ছিলেন কৃষ্ণাপ্পা গৌতম ও ক্রুণাল পান্ডিয়া। তিনজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর, প্রতিবেশী দেশ থেকে তাঁরা ভারতে ফেরার অনুমতি পান। তারপরই চাহাল পৌঁছে গিয়েছেন মুম্বইয়ে তাঁর বাড়িতে। আর বাড়ি ফিরেই গিন্নি ধনশ্রী ও শাশুড়ি মায়ের সঙ্গে কোমর দোলালেন চাহাল। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই নাচের ভিডিও। যুজবেন্দ্র চাহালের কোরিওগ্রাফার স্ত্রী ধনশ্রী ভার্মা তাঁর ইন্সটাগ্রামে তাঁদের তিনজনের নাচের ছোট্ট একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ক্যাপশনে ধনশ্রী লেখেন, “সব চেয়ে সুন্দর সিঙ্ক ট্রেন্ড।” ‘উইল ডিভানে’ গানের তালে তাঁদের নাচতে দেখা গেছে।