নিজস্ব সংবাদদাতা : ডেটিং আপের নামে চলছে প্রতারণা। তাও আবার খোদ এই শহরে। প্রথমে টাকার বিনিময়ে বন্ধু বা বান্ধবী খুঁজে দেওয়া হতো। আলাপও করিয়ে দেওয়া হতো দুজনের। তারপরই শুরু হয় আসল খেলা। যুগল যখন দেখা করতো তখন আপত্তিকর ভিডিও তুলে রাখা হতো। পরে সেগুলিকে হাতিয়ার করে চলতো ব্ল্যাকমেল।
কয়েকমাস ধরে এমনই কারবার চলছিল বলে খবর পেতেই সাদা পোশাকে হানা দেয় গলফ গ্রিন থানার পুলিশ। রত্না দে ও কুন্তল দে নামে যুগলকে গ্রেফতার করে।