গুজরাতের ভাদোদরা থেকে উদ্ধার ১০ ফুটের পাইথন

author-image
Harmeet
New Update
গুজরাতের ভাদোদরা থেকে উদ্ধার ১০ ফুটের পাইথন

​নিজস্ব সংবাদদাতাঃ গুজরাত বন বিভাগের কর্মকর্তারা ভদোদরার একটি ছোট নদী থেকে ১০ ফুট লম্বা একটি পাইথন সাপ উদ্ধার করেছেন। উদ্ধারকারী শৈলেশ রাওয়াল জানিয়েছেন, সাপটি একটি বানরকে গিলে ফেলেছিল। পরে আবার বমি করে বার করে দেয়। আপাতত পাইথনটি ভালো আছে। বন বিভাগ থেকে অনুমতি মিললে সাপটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে।   ​