New Update
/anm-bengali/media/post_banners/5GxHn9UxI1StiLK1c2sK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বিকাশ ভবনে হঠাৎ হাজির সিবিআই। শিক্ষামন্ত্রীর ঘরের উল্টো দিকে তাঁর সচিবের ঘরে কম্পিউটার এবং বিভিন্ন নথি খতিয়ে দেখল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। এই তদন্তকারী দলে ছিলেন তিনজন আধিকারিক। পর্ষদের একটি গুদামেও তল্লাশি চালায় দলটি। তদন্তকারী দলটি প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের একটি গুদামে ঢোকে। যে গুদামে পর্ষদের বিভিন্ন নথি রাখা থাকে। ওই গুদাম সিল করে দিয়ে বিকাশ ভবনের ছ'তলায় সচিবের ঘরে আসেন। সেখানে দীর্ঘ ক্ষণ ধরে তাঁরা বিভিন্ন নথি পরীক্ষা করেন। খতিয়ে দেখেন কম্পিউটারও। কয়েকজন আধিকারিকের সঙ্গে কথা বলেন তাঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us