​নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইয়ের থিয়েটার গুলি পুনরায় খোলার দাবিতে মুম্বাই দাদার এলাকায় নাট্যশিল্পীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। বিক্ষোভ রুখতে বিজয় পাটকর সহ অন্যান্য বলিউড অভিনেতাদের পুলিশ আটক করেছিল। এদিন বিজয় পাটকর জানান, "আমাদের সমস্যার দিকে সরকারকে দেখতে হবে। আমাদের সংসার আছে। সেই সংসার আমাদের চালাতে হয়। যার জন্যে অর্থ প্রয়োজন।"